গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, বানি সুহেইলা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় দুজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অধিকৃত জেরুজালেমের উত্তরে আর-রাম শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন আহত হয়েছেন। মধ্য গাজার পূর্ব বুরেইজ শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর একজনের মৃত্যু ঘটে দুদিন আগে গাজা সিটির কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাছে। ওই ব্যক্তিকেও ইসরায়েলিরা গুলি করে হত্যা করেছে। নাসের মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ ও ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি এসব তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির পর গত কয়েক দিনে ইসরায়েল অন্তত ২৩ জনকে হত্যা করেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের...