১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পিএম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে ৮টি রাজনৈতিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধায় নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ফ্যাসিবাদের পতন ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য গঠনের লক্ষ্য লেবার পার্টিকে ইতিবাচক উদ্যোগ নেয়ার আহবান জানান। সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে বৈষম্য, দমননীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের জাগরণের প্রতীক। এই চেতনা আজও প্রাসঙ্গিক,...