দেশে আন্তর্জাতিক মানের ভ্যালুয়েশন ও ইনভেস্টমেন্ট কাঠামোর ঘাটতি বলে মন্তব্যে করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, অতীতে অনৈতিকতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে অনেক উদ্যোক্তা পুঁজিবাজারে অংশ নিতে পারেননি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি ভবনে (বিজিএমইএ) এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে ডিএসই পরিচালনা পর্ষদের ৫ সদস্যের প্রতিনিধি বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে বৈঠক করেন। পুঁজিবাজার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম জানিয়ে মিনহাজ মান্নান ইমন বলেন, ব্যাংক খাতের বাইরে ব্যবসার জন্য বিকল্প তহবিলের উৎস হিসেবে স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে এখনো আন্তর্জাতিক মানের ভ্যালুয়েশন ও ইনভেস্টমেন্ট কাঠামোতে ঘাটতি রয়েছে। বিশেষ করে বস্ত্র খাতের রপ্তানি সম্ভাবনা ও পুঁজিবাজারের মধ্যে...