কুমিল্লার সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে টানা ১৪ বার শতভাগ সাফল্য অর্জন করেছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলেজ থেকে ৩৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এর মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩৩ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। মানবিকে ১২৭ শিক্ষার্থীর মধ্যে ২৮ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১১ শিক্ষার্থীর সবাই পাশ করে ৮ জন জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন গোবিন্দপুরে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলা কলেজ। শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৪ বার কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০১২...