‘রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা।’ (আবু দাউদ: ৪৯৯)উল্লিখিত হাদিসের আলোকে অধিকাংশ ফুক্বাহায়ে কেরামের দাবি, মদিনায় বেলাল (রা.) প্রথম আজান দেন। এর আগে মহানবী (সা.) ও তার সাহাবিরা আজানের সঙ্গে পরিচিত ছিলেন না।এ ছাড়া কারো কারো মতে প্রথম আজান দেওয়া হয়েছিল মক্কায়, কারো কারো মতে মহানবীর (সা.) মিরাজের সময়। অনেকে বলেন, হজরত ইবরাহিম (আ.) তার সময়ে প্রথম আজান দেন, অনেকে আবার বলেছেন, প্রথম মানুষ হজরত আদমই (আ.) তার সময়ে প্রথম আজান দেন। তবে, বর্তমান বিশ্বের ইসলামি গবেষকরা এই অভিমতগুলোর ভিত্তি দুর্বল ও অনির্ভরযোগ্য বলে মন্তব্য করে থাকেন। উল্লিখিত হাদিসের আলোকে অধিকাংশ ফুক্বাহায়ে কেরামের দাবি, মদিনায় বেলাল (রা.) প্রথম আজান দেন। এর আগে মহানবী (সা.) ও তার সাহাবিরা আজানের সঙ্গে পরিচিত ছিলেন না।এ ছাড়া কারো কারো...