তিন ম্যাচ সিরিজে রশিদ খান কখনো ৯ উইকেটের বেশি পাননি। সবশেষ বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট নিয়ে নিজের অতীতের রেকর্ড ভেঙেছেন। তা-ও সবচেয়ে কম বল করে। ১৪৭ বল হাত ঘুরিয়ে ২.৭৩ ইকোনমিতে এই সাফল্য পেয়েছেন। তার গুগলি কিংবা লেগ, আর্মার কিংবা স্লো বল মিরাজ, সাইফ, তাওহীদ, জাকির, সোহানদের কাছে ছিল দুর্বোধ্য। তিন ওয়ানডের একটিতেও বাংলাদেশ পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি। বৈচিত্র্যময় এই স্পিনার বরাবরই বাংলাদেশের জন্য হুমকি ছিলেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে রশিদ মানের কোনো স্পিনার না থাকায় হাফ ছেড়ে বেঁচেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, ‘‘আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের পারফরমেন্স (ওয়ানডে) আমাদের নিকট অতীতের সাফল্যকেও অ্যাবসলিউটলি ভেস্তে দিয়েছে। এমন একটা পারফরমেন্স আমরা যারা ক্রিকেট দেখি, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত,...