রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রের ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আনা হয়েছে গণনার জন্য। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যানবাহনে, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে, প্রতিটি কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো মিলনায়তনে পৌঁছে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ব্যালট বাক্স পরিবহনের সময় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, র্যাব, সিআরটি, বিএনসিসি ও স্কাউট সদস্যরা। তারা প্রতিটি কেন্দ্র থেকে নিরাপত্তা নিশ্চিত করে ব্যালট বাক্সগুলো গণনাকেন্দ্রে নিয়ে আসেন। পুরো প্রক্রিয়ায় নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্র জানায়, সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকেই। এছাড়া, জায়ান্ট স্ক্রিনের...