রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফলাফল পেতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে জানিয়েছেন উপ-উপাচার্য প্রফেসর মো. ফরিদ উদ্দীন খান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু হয়েছে। ফলাফলের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়। এবারের রাকসু নির্বাচনে ২৩টি পদে প্রার্থী ৩০৫ জন, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী ৫৮ জন এবং ১৭টি হল সংসদে ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জনসহ মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। ২৮ হাজার...