ঢাকা শহরের রসনাবিলাসীদের জন্য এক ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মিটস অ্যান্ড বিটস আনলিমিটেড’—প্রিমিয়াম স্টেক ফেস্টিভল। ১৬ অক্টোবর থেকে অ্যাম্বার রুমে এ উৎসব শুরু হয়েছে। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে লাইভ মিউজিক পারফরম্যান্স, যা ভোজন অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন নানান রকম প্রিমিয়াম বিফ কাট। সঙ্গে থাকছে হোমমেইড হোলান্ডেইজ, মাশরুম, পেপার, বিবিকিউ ও চিমিচুরি সস। শুধু স্টেক নয়, এ আয়োজনে রয়েছে নানান রকম সাইড ডিশ— জ্যাকেট পটেটো, ইয়র্কশায়ার পুডিং, ম্যাশড পটেটো, ভাপা সবজি, স্যাফরন রাইস, কোল্ড কাট, সালাদ, স্যুপ, ডেজার্ট ও টাটকা ফল। প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই খাবার উপভোগ করতে প্রতিজনে খরচ পড়বে ৬ হাজার ৫শ’ টাকা। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংক কার্ড ও বিকাশ পেমেন্টে পাওয়া...