ভারতের বিহারে ২০১২ সালে হয়েছিল প্রথম নারী কাবাডি বিশ্বকাপ। দ্বিতীয় আসরও হওয়ার কথা ছিল ওই দেশটিতে। তারিখ ছিল ৩ থেকে ১৩ আগস্ট। তবে হঠাৎ করেই বিশ্বকাপ স্থগিত হয়ে যায়। বাংলাদেশ জাতীয় দল অবশ্য অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি আয়োজক হওয়ার চেষ্টা করে যাচ্ছিল। শেষ পর্যন্ত নারীদের বিশ্বকাপ কাবাডির দ্বিতীয় আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এই আসরে অংশ নেবে বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার ও স্বাগতিক অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া স্ট্যান্ডবাই দল হিসেবে রয়েছে পাকিস্তান ও পোল্যান্ড। সংবাদ সম্মেলনে উপস্থিত...