১৬ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম ইন্দোনেশিয়ার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বুধবার জানিয়েছেন যে, জাকার্তা কমপক্ষে ৪২টি চীনের তৈরি চেংডু জে-১০সি যুদ্ধবিমান কিনবে। এই প্রথম পশ্চিমাদের বাইরে অন্য কোন দেশ থেকে যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। প্রতিরক্ষামন্ত্রী সামামসৌদ্দিন জাকার্তায় সাংবাদিকদের বলেন যে, ইন্দোনেশিয়া শীঘ্রই তার সামরিক বাহিনীকে আধুনিকীকরণের পরিকল্পনার অংশ হিসেবে চীন থেকে যুদ্ধবিমান কিনবে। বিশ্লেষকরা বলেছেন যে এই চুক্তি আঞ্চলিক সংবেদনশীলতাকে স্পর্শ করতে পারে এবং ভূ-রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। ‘তারা শীঘ্রই জাকার্তার উপর দিয়ে উড়বে,’ সামামসৌদ্দিন বলেন। তিনি ক্রয়ের আরও বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান। জে-১০ কেনার পরিকল্পনাটি গত মাসে প্রথম প্রকাশ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ফ্রেগা ওয়েনাস। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইন্দোনেশিয়ার বিমান বাহিনী এখনও চীনা তৈরি যুদ্ধবিমানগুলি পর্যালোচনা করছে যাতে নিশ্চিত করা...