দেশের বাইরে লা লিগার ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে ফুটবলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুসান। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইতোমধ্যে লা লিগা ও সেরি আর একটি করে ম্যাচ বিদেশে আয়োজনের অনুমোদন দিয়েছে। বার্সেলোনা ও ভিয়ারেয়ালের লা লিগার ম্যাচটি হবে মায়ামিতে, আর এসি মিলান ও কোমোর ইতালির শীর্ষ লিগের ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার পার্থে। আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে হতে যাওয়া বার্সেলোনা-ভিয়ারেয়াল লড়াইটি হবে বিদেশের মাটিতে প্রথম কোনো ইউরোপিয়ান লিগ ম্যাচ। বুধবার মাদ্রিদে ‘ওয়ার্ল্ড ফুটবল সামিট’- এ ম্যাচটি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন স্পেনের ফুটবল প্রধান লুসান। “এটা সেই দর্শকদের জন্য একটি পুরস্কার, যারা এশিয়া বা আমেরিকায় থেকে লা লিগার প্রতিটি ম্যাচ (টিভি বা অনলাইনে) দেখতে অর্থ খরচ করেন… এটা ফুটবলের জন্য ভালো এবং স্প্যানিশ...