বিশ্বে বিভিন্ন দলের ব্যর্থতায় কোচরা নিজে থেকে চাকরি ছাড়েন কিংবা তাদের তাৎক্ষণিক বিদায় করে দেওয়া হয়। এই যেমন বিশ্বকাপ বাছাইপর্বে চতুর্থ রাউন্ডে সৌদি আরব ও ইরাকের কাছে হেরে ইন্দোনেশিয়ার বিশ্বকাপে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে। দলকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়ে চাকরি ছেড়েছেন কোচ প্যাট্রিক ক্লুইভার্ট। কিন্তু বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও বহাল তবিয়তেই আছেন! চুক্তি থাকলেও ৯ মাস আগেই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ডের ইন্দোনেশিয়ার কোচিং অধ্যায় শেষ হয়েছে। ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশনের (পেএসএসআই) সঙ্গে পারস্পরিক সমঝতায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ক্লুইভার্ট। এক বিবৃতিতে দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ক্লুয়িভার্টের বিদায় নিয়েছেন পারস্পরিক সমঝোতায় সম্পর্ক ছিন্ন করার মাধ্যমে।’ ইন্দোনেশিয়ার ডাগ-আউটের দায়িত্ব ছাড়ার পর এক বার্তায় ক্লুয়িভার্ট ইনস্টাগ্রামে লিখেন, ‘এক অবিস্মরণীয় যাত্রা ছিল এটি। যদিও আমরা...