অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এবারের এইচএসসির ফল অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের ফলের দায় এড়াতে পারে না। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুজে বের করা হবে। বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, প্রকৃত কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞদের নিয়ে ডাটাভিত্তিক পর্যালোচনা করা হচ্ছে। আগে পাসের হার এবং জিপিএ-৫ এর সংখ্যাই তৃপ্তির মানদণ্ড ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শিক্ষার ফল আবার বাস্তবতায় ফিরে আসুক। দেশে এমন এক সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে সংখ্যাই বড় সত্য হয়ে উঠেছিল। ভালো দেখাতে গিয়ে শেখার সংকট আড়াল করার এই সংস্কৃতি আমরা বন্ধ করতে চাই। চাই, শিক্ষা ব্যবস্থা আবার বাস্তবতাকে প্রতিফলিত করুক। উপদেষ্টা বলেন, এ বছর এসএসসি ও...