ফিফা ফুটবল বিশ্বকাপের অন্যতম সফলতম দলগুলোর একটি হচ্ছে ইতালি। ব্রাজিলের (৫) পর জার্মানির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি বিশ্বকাপ শিরোপা জিতেছে আজ্জুরিরা। এমনকি ২১ শতকেও একটি শিরোপা রয়েছে তাদের। তবে সেই ইতালি কিনা সবশেষ ২ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে পারেনি। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এরপর ২০১০ ও ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। তবে ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ হয় ইতালি। তবে ২০২২ বিশ্বকাপের আগে দারুণ ছন্দে ছিল দলটি। ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল আজ্জুরিরা। তবে প্লে-অফে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় দলটি। পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০২৩ সালে ইতালির দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। তার...