আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভারতের অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা। পুরুষ ও নারী ক্রিকেটে নিজ নিজ বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে অন্য সব শক্তিশালী প্রতিযোগীকে পেছনে ফেলে তারা এই সম্মান অর্জন করেন। টি-টোয়েন্টি এশিয়া কাপে বিধ্বংসী ব্যাটিং দিয়ে অভিষেক শর্মা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, যার প্রতিফলন ঘটেছে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারেও। এই সময়ে তিনি ৭টি ম্যাচে ৪৪.৮৫ গড়ে এবং ২০০-এর অতিমানবীয় স্ট্রাইক রেটে মোট ৩১৪ রান সংগ্রহ করেন। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এশিয়া কাপে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হয়েছিলেন। শুধু তাই নয়, সুপার ফোর পর্ব শেষে ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং অর্জনের রেকর্ডও গড়েন। আইসিসির মাসসেরা পুরস্কারের জন্য অভিষেক সতীর্থ কুলদীপ যাদব এবং জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পরাজিত...