চলছে নারীদের বিশ্বকাপ। টুর্নামেন্টে আজ চতুর্থ ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিতে হারলেও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ আছে টাইগ্রেসদের সামনে। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তাদের একটি করে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এছাড়া ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা তিন, ৪ পয়েন্ট নিয়ে ভারত চার ও ৩ পয়েন্ট নিয়ে কিউই মেয়েরা পাঁচ নম্বরে রয়েছে। বাংলাদেশের পর অবস্থান করছে যথাক্রমে শ্রীলঙ্কা (২ পয়েন্ট, পরিত্যক্ত দুই ম্যাচ) ও পাকিস্তান (১ পয়েন্ট)। নিজেদের পঞ্চম ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে অবশিষ্ট তিন ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা (২০ অক্টোবর) ও ভারত (২৬ অক্টোবর)। দুটি ম্যাচই হবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল...