ফুটবলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মরক্কো। ফুটবলের মানচিত্রে আফ্রিকাকে যেন নতুন মর্যাদা এনে দিয়েছে তারা। ২০২২ কাতার বিশ্বকাপে চমক দেখিয়েই থেমে থাকেনি আশরাফ হাকিমি, ইয়াসিন বুনোরা। এবার টানা ১৬ ম্যাচ জিতে তারা ভেঙে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গড়া টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড। রেকর্ড গড়ার পাশাপাশি আফ্রিকার প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে দলটি। মঙ্গলবার কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতিহাস রচনা করেছে আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরা।ইউসেফ এন-নেসিরির একমাত্র গোলে আফ্রিকান অঞ্চলে ৮ ম্যাচে ৮ জয়ে মোট ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মরক্কো। এই জয়ে টানা ১৬ ম্যাচে জয়ের দেখা পেল আটলাস লায়ন্স খ্যাত মরক্কো। এর আগে টানা ১৫ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ২০১০ আসরের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের...