দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টি কলেজ থেকে পাশ করতে পারেনি কোনো পরীক্ষার্থী। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম। তিনি জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৬৬৬টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৪৩টি কলেজ থেকে কেউ পাশ করতে পারেনি। আর শতভাগ পাশ করেছে ১১টি কলেজ থেকে। শূন্যপাশ করা ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুর জেলায় ৪টি, ঠাকুরগাঁও জেলায় ৬টি, পঞ্চগড় জেলায় ৩টি, নীলফামারী জেলায় ১০টি, লালমনিরহাট জেলায় ৫টি, রংপুর জেলায় ৪টি, কুড়িগ্রাম জেলায় ৯টি এবং গাইবান্ধা জেলায় ২টি। কেউ পাশ করতে পারেনি এমন কলেজগুলো হলো-দিনাজপুরের কবিরাজ হাট কলেজ, বেপারীতলা আদর্শ কলেজ, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এন্ড কলেজ ও...