১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেল নেপাল ও ওমান। আল আমেরাতে এই অঞ্চলের বাছাইয়ের ১৬তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় নেপাল ও ওমানের। সামোয়ার বিপক্ষে ম্যাচটি ৭৭ রানে জেতে আমিরাত। ৪ ম্যাচে নেপাল ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। সমানসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ওমান। টেবিলের শীর্ষ দু’টি স্থানে থেকে টানা দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে আরব আমিরাত। আজ জাপানের বিপক্ষে জিতলেই শেষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত হবে আরব আমিরাতের। আর জাপান জিতলে আরব আমিরাতের সাথে রান রেট বিবেচনা করা হবে।...