১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ পিএম ১৩ জুন ভোরে ইরানে নির্ভুলভাবে আঘাত হানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেসময় এত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হওয়ায় দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর গুণমান ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করা হয় অনেক সংবাদ প্রতিবেদনে। কিন্তু একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি কোনো গণমাধ্যমে। তা হলো- বন্ধু দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ইসরায়েলের সম্পর্কের নেটওয়ার্ক কতটা গভীর এবং এই গোপন অপারেশনগুলোতে কতটা অবদান রেখেছে তারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সহযোগিতা একটি মূল্য বয়ে আনতে পারে। এর অনিবার্য অর্থ হল- এতে অন্যান্য দেশের ওপর কিছু মাত্রায় নির্ভরতার বিষয়টি প্রতিফলিত হয়। গোয়েন্দা অংশীদাররা যেকোনো মুহূর্তে সহযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে, যা ইসরায়েলকে ভূ-রাজনৈতিক পরিবর্তনের মুখে অরক্ষিত করে তুলবে। ফলে এটি গোয়েন্দা সম্পর্ক গুলোকে হুমকির মুখে ফেলতে...