নেসলের যুক্তরাষ্ট্রভিত্তিক বিক্রির বড় অংশ স্থানীয়ভাবে উৎপাদিত হলেও, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক প্রতিষ্ঠানটির জন্য বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বর্তমানে ভোক্তাদের আস্থার দুর্বলতা ও স্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁকের পরিবর্তিত প্রবণতার সঙ্গে লড়াই করছে।নাভরাটিল আরও বলেন, ‘বিশ্ব বদলাচ্ছে, তাই নেসলেকেও দ্রুত বদলাতে হবে।’বৃহস্পতিবার সকালে নেসলের শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে যায়। তবে সম্প্রতি প্রতিষ্ঠানটি নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।গত সেপ্টেম্বরে বরখাস্ত হওয়া লরেন্ট ফ্রেইক্সের স্থলাভিষিক্ত হন নাভরাটিল। এর দুই সপ্তাহ পর চেয়ারম্যান পল বুলকে আগাম অবসরে যান এবং তার স্থলাভিষিক্ত হন ইন্ডিটেক্সের সাবেক প্রধান পাবলো ইসলা।আগামী দুই বছরে ১২ হাজার অফিসকর্মী ছাঁটাই করা হবে জানিয়ে নাভরাটিল জানান, পাশাপাশি উৎপাদন ও সাপ্লাই চেইন খাতে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আরও চার হাজার কর্মী কমানো হবে। এসব উদ্যোগকে তিনি...