নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি আজ বাংলাদেশ। বিশাখাপত্মনমে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৬৬ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু পরের ম্যাচগুলোতে হারতে হচ্ছে তাদের। ভারত, নিউজিল্যান্ডের পর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সময় মনে হচ্ছিল যেন, জিতেই যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে কোল ট্রায়ন ও নাদিনে ডি ক্লার্কের ব্যাটে বাংলাদেশকে হারতে হয়েছে ৩ উইকেটের ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ফারজানা হকের (৮) উইকেট হারালেও পরের টপ অর্ডার ব্যাটাররা হাল ধরেন। রুবিয়া হায়দার করেন...