বিশ্বের সবচেয়ে বড় প্যাকেটজাত খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে ১৬ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। কোম্পানির ব্যয় সংকোচন করতে আগামী দুই বছরের মধ্যে এ পদক্ষেপ বাস্তবায়ন হবে বলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘোষণার পর ইউরোপে কোম্পানিটির শেয়ারমূল্য ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নেসলে জানায়, মোট ১৬ হাজার কর্মীর মধ্যে ১২ হাজার হোয়াইট-কলার তথা অফিসভিত্তিক পদ বাদ দেওয়া হবে, বাকি ৪ হাজার বিভিন্ন বিভাগে। এর ফলে প্রতিবছর প্রায় ৯৪০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির প্রথম নয় মাসের বিক্রির ইতিবাচক ফলাফল প্রকাশের পরই চাকরিচ্যুতির ঘোষণা আসে। কফি ও মিষ্টিজাত পণ্যের বিক্রি বেড়েছে বলে জানিয়েছে কোম্পানি। নেসলে'র নতুন প্রধান নির্বাহী ফিলিপ নাভরাটিল জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এখন থেকে...