উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর পঞ্চগড়ে এক অপ্রত্যাশিত ও হতাশাজনক চিত্র দেখা গেছে—জেলার তিনটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেনি। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পঞ্চগড় বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, ‘ভর্তির পর সব শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে। তাই কেউ পাস করতে পারেনি।’ সকালে ফল প্রকাশের পর জানা যায়, বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ—এই তিন প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। অন্যদিকে,...