শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে নেচে-গেয়ে এইচএসসি ও সমমনা পরীক্ষার ফল উদযাপন করেছেন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উত্তরা ৬ নম্বর সেক্টরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, আনন্দে ছাত্রীরা একে অপরকে জড়িয়ে উৎসবে মেতেছেন। ছাত্ররা ঢোলের তালে একে অন্যের কাঁধে চড়ে উল্লাসে ফেটে পেড়েছেন। পাশ থেকে সন্তানদের এমন আনন্দ-উল্লাসে আপ্লুত অভিভাবকরাও। সবমিলিয়ে এইচএসসি ফলাফল ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে। আনন্দে পিছিয়ে ছিলেন না শিক্ষকরাও। ক্যাম্পাসের খোলা মাঠে শিক্ষার্থীদের সঙ্গে ঢোল বাজিয়ে, স্লোগান দিয়ে সবাইকে আরও মাতিয়ে তোলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল মো. এনামুল ইসলাম। ফলাফল ঘিরে প্রতিষ্ঠান প্রধানের এমন উচ্ছ্বাসে এ সময় শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও বয়ে গেছে আনন্দের বার্তা। কর্তৃপক্ষ জানায়, এ বছর...