নিজস্ব প্রতিবেদক: কানাডার আর্কটিক অঞ্চলের দূরবর্তী গ্রাম ‘অ্যালার্ট’-এ শুরু হয়েছে টানা ১৩৬ দিনের পোলার নাইট বা ধ্রুবরাত্রি। প্রতিবছরের মতো এবারও অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এই অঞ্চলে সূর্য দেখা যাচ্ছে না, এবং এই অন্ধকার থাকবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্বের সবচেয়ে উত্তরের স্থায়ীভাবে বসবাসযোগ্য স্থান হিসেবে পরিচিত ‘অ্যালার্ট’ বসতি উত্তর মেরু থেকে মাত্র ৮১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি কানাডার নুনাভুট প্রদেশের এলসমিয়ার দ্বীপের উত্তর-পূর্ব কোণে। এখানে রয়েছে একটি সামরিক ঘাঁটি ও জলবায়ু গবেষণা কেন্দ্র, যেখানে কয়েকজন স্থায়ী কর্মী সারা বছর অবস্থান করেন। এ বছরের ১৩ অক্টোবর ছিল অ্যালার্টে সূর্য দেখার শেষ দিন। এখন সূর্য আকাশের অনুভূমিক রেখার নিচে অবস্থান করছে, ফলে সেখানে দিনের বেলায়ও সূর্যের আলো পৌঁছায় না। এই দীর্ঘ অন্ধকারকালকে বলা হয় পোলার নাইট। অন্ধকারের কারণে এলাকাটিতে কৃত্রিম আলো...