বিগত সরকারের সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেছে। জুলাই বিপ্লবের পরে এই বিষয়ে আলাপ শুরু হয়েছে বিষয়টি এমন নয়। বরং শেখ হাসিনার শাসনামলেই গণমাধ্যমে ওই সংক্রান্ত বহু সংবাদ প্রকাশিত হয়েছে। অনেক কলামিস্টই এই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে কলাম লিখেছেন। আমি নিজেও এই বিষয়ে সোচ্চার ছিলাম এবং একাধিক কলাম লিখেছি। কিন্তু তৎকালীন সরকার সেই বিষয়ে কর্ণপাত করেনি। কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে যুক্ত ব্যক্তিদের বিচারের যে উদ্যোগ বর্তমান সরকার নিয়েছে তা আমাদের কাছে সাধুবাদ পাবে।আমরা চাই আধুনিক সভ্য সমাজে নাগরিকরা মুক্তভাবে তাদের ব্যক্তিগত, ধর্মীয় ও রাজনৈতিক মত প্রকাশ করবে এবং উক্ত মত প্রকাশের জন্য তারা রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিপীড়নের শিকার হবে না। আর ওই বিষয়টি নিশ্চিত করতে চাইলে অবশ্যই...