রাজনীতি অনেক সময় বন্ধুত্ব ও শত্রুতার মেরুকরণ বিস্ময়করভাবে বদলে দেয়। ভূরাজনীতির বেলায়ও সে রকম ঘটে। তবে পাকিস্তানের শাসকদের জন্য আফগান তালেবান সরকারের আচরণ অনেকটাই ট্র্যাজেডির মতো। অচিন্তনীয় এক দুর্বিপাকও বলা যায় একে। কেন এমন হলো? পেছনে ফিরে তাকালে কী দেখি আমরা? এর ভবিষ্যৎ পরিণতি কী? গত কয়েক সপ্তাহ আফগানদের সঙ্গে পাকিস্তানের দুই দফা বড় আকারে সংঘর্ষ হয়েছে। ঘটনার সূত্রপাত কাবুল ও কান্দাহারে পাকিস্তানের বোমাবর্ষণ থেকে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির নেতা নুর ওয়ালি মেসুদকে হত্যা করতে তারা আফগানিস্তানে হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় আফগান তালেবান যোদ্ধারা পাকিস্তানের অনেকগুলো সীমান্তচৌকিতে হামলা করেন। ব্যাপক ক্ষতি হয় তাতে। আফগানদের দাবি, ৫৮ জন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে তারা। পাকিস্তান ২০ জনের কথা স্বীকার করেছে। সংখ্যা কমবেশি যা–ই হোক, আফগানদের এই হামলা পাকিস্তানের জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা...