ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে আরো সামরিক সহায়তার জন্য চাপ দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে। জেলেনস্কি এমন একটি সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যখন কিয়েভ ও মস্কো জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণের মাধ্যমে যুদ্ধকে আরো তীব্র করে তুলছে এবং ন্যাটো একের পর এক বিমান আক্রমণের প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে। আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের শীর্ষ সম্মেলন মার্কিন শান্তি প্রচেষ্টায় কোনো অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়। এরপর থেকে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন দিয়ে হামলা করছে এবং রাশিয়ার হামলার ফলে ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পোল্যান্ড এবং এস্তোনিয়া গত মাসে রাশিয়া ড্রোন এবং জেট দিয়ে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করার পর ন্যাটোর পূর্বাঞ্চলও ঝুঁকিতে রয়েছে।...