গত পাঁচ বছরে ভারতে সিনেমার টিকিটের গড় মূল্য ৪৭ শতাংশ বেড়েছে। সিনেমার টিকিটের দাম বাড়ার প্রধান কারণ, একক স্ক্রিনের সিনেমা হলগুলো এখন বেশিরভাগ মাল্টিপ্লেক্সে পরিণত হয়েছে। যা অনেক ধরনের সুবিধা এবং বিলাসবহুল অভিজ্ঞতা প্রদান করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি দিল্লির একটি মাল্টিপ্লেক্সে প্রিয় অভিনেতার সিনেমা দেখতে গিয়ে সাহিল অরোরা (২০) নামে এক ব্যক্তির কাছে টিকিটের মূল্য অনেক বাড়তি মনে হয়েছে। তিনি বলেন “আমি সিনেমাটি উপভোগ করেছি, তবে টিকেটের মূল্যটা ভালো লাগেনি। পপকর্নও ৫০০ টাকা হওয়ায় আমি তা নেইনি।” মাল্টিপ্লেক্সে বাড়তি টিকিট এবং খাবারের দাম সিনেমা দর্শকদের সিনেমা হলে যাওয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে। এ কারণে মানুষ এখন সুলভ মূল্যের বিকল্পের দিকে ঝুঁকে পড়েছেন। ৩৮ বছর বয়সী হর্ষ ভার্মা স্মৃতিচারণ করে বলেন, “পনেরো...