স্টাফ রিপোর্টার:যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ব্যাপক বিপর্যয় ঘটেছে। সারাদেশের মধ্যে পাসের হার তুলনামূলকভাবে একেবারে নিচের দিকে নেমে এসেছে। এ বছর যশোর বোর্ডে পাসের হার মাত্র ৫০.২০ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন বলে জানা গেছে। বোর্ডের কর্মকর্তাদের মতে, এবার পরীক্ষায় ভেন্যু কেন্দ্র বাতিল করে স্বচ্ছ ও কঠোর প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ায় এমন ফলাফল দেখা দিয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বিষয়টিকে “ফল বিপর্যয়” বলতে নারাজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম। এ বছর যশোর বোর্ডের অধীনে ১০টি জেলার মোট ১,১২,৫৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৬,৫০৯ জন। বিভাগভিত্তিক ফলাফল অনুযায়ী— বিজ্ঞান বিভাগে: ২১,১৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৫,৯৩১ জন পাস করেছে। মানবিক বিভাগে: ৭৮,৯৯৯...