পরীক্ষার ফল খারাপ হলে মন ভেঙে যায়। আর যদি বেশি খারাপ হয়, তবে চারদিক শূন্য শূন্য লাগে। মনে হয়, পাশে কেউ নেই। মা-বাবা বকতে শুরু করেন। আশপাশের কারও দিকে তাকানো যায় না। মনে হয়, এই জীবনের মানে কী? এসো, তোমাকে এ সময়ের একজন ব্যর্থ মানুষের গল্প শোনাই। সত্যি গল্প। জ্যাক মার নাম জানো তো? চীনের ব্যবসায়ী। পৃথিবীর সবচেয়ে বড় উদ্যোক্তাদের একজন। অথচ চীনের জাতীয় কলেজে ভর্তির জন্য তাঁকে তিনবার পরীক্ষা দিতে হয়েছে। দশবার চেষ্টা করেও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করেও সফল হননি। কিন্তু জ্যাক মা হাল ছেড়ে দেননি। দিলে আজ তিনি আলীবাবার মতো এত বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারতেন না। এটা ঠিক, প্রতিটি ব্যর্থতার সঙ্গে কষ্ট থাকে। সেই কষ্টটা কখনো কখনো গভীর হয়। সহজে...