হাদিসে নবীজির (সা.) খাদ্যাভ্যাস সম্পর্কে যে বিবরণ পাওয়া যায়, তা থেকে বোঝা যায়—তিনি খাবার খেতেন মূলত শরীরে শক্তি জোগানোর উদ্দেশ্যে, যেন ইবাদত করতে গিয়ে শরীর দুর্বল না হয়ে পড়ে। তিনি রসনার তৃপ্তির জন্য কোনো খাবার খেতেন না। যে খাবার ভালো লাগত, তাও তিনি পেটভরে খেতেন না, বরং পরিমিত খেতেন। ইবনুল কাইয়িম (রহ.) এ সম্পর্কে বলেন, নবীজির (সা.) খাদ্যাভ্যাস ছিল এমন যে, তিনি সামনে যা পেতেন তা ফিরিয়ে দিতেন না, আর যা পেতেন না—তার জন্য কষ্টও করতেন না। কোনো খাবার তার সামনে আনা হলে তিনি খেতেন, যদি ভালো না লাগত তবে খেতেন না, কিন্তু কখনও নিন্দা করতেন না। পেলে খেতেন, না পেলে ধৈর্য ধরতেন। তার রীতি ছিল—যা সহজে পাওয়া যায় তা-ই খাব। (মুখতাসার যাদুল মাআদ, পৃষ্ঠা ৪৬) আবার নবীজি (সা.) নিজেকে...