ঢাকা : মেপে খাবার রান্না করার পরও থেকে যায় খানিকটা ভাত। পরদিন আর সেই ভাত খেতে ভালোলাগে না। তখন নতুন করে রান্না করে গরম গরম খাওয়া হয়। এদিকে বেঁচে যাওয়া ভাতটুকু পড়ে থাকে অবহেলায়। কিন্তু এই বাসি ভাত দিয়েই তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। আজ চলুন জেনে নেওয়া যাক এমনই সুস্বাদু খাবার তৈরির রেসিপি- খুব অল্প সময়ে যেসব সুস্বাদু খাবার তৈরি করা যায় তার মধ্যে একটি হলো প্যানকেক। আপনিও হয়তো খেতে ভালোবাসেন এই কেক। কিন্তু মোটা হয়ে যাওয়ার ভয়ে খেতে পারেন না। এবার তবে বাসি ভাত দিয়েই তৈরি করে নিন। বেঁচে যাওয়া ভাতের সঙ্গে অল্প মাখন মিশিয়ে তৈরি করে নিতে পারেন প্যানকেক। এতে ওজন বাড়ার ভয় থাকবে না। পাকোড়া খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। এদিকে আপনার...