ভোট শুরুর পর সোয়া ৫ ঘণ্টায় প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ তথ্য জানান তিনি। অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘দুপুর সোয়া ২টা পর্যন্ত বিভিন্ন হলগুলোতে গড়ে প্রায় ৫৫, ৬০, ৬২ এর রকম ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে কিছু কিছু হলে ভালো ভোট পড়েছে। যেমন সোহরাওয়ার্দী হলে পৌনে ২টার আগে ৫৭ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সবকিছু সুন্দরভাবেই হচ্ছে।’ সকাল ৯টায় শুরু হয়ে বেলা সোয়া ১১টা পর্যন্ত গড়ে মোট ২৫ শতাংশ ভোট পড়েছিল। রাকসুর ২৩টি পদে ২৪৭ জন, ১৭টি হলে ১৫টি করে পদে ৫৯৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।...