বড়দের ফুটবলের মতো এবার ছোটদের ফুটবলেও চমক দেখালো মরক্কো। তাতে বোঝা যাচ্ছে দেশটির ফুটবল ভালো উন্নতির পথে। অনূর্ধ্ব–২০ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আফ্রিকার এই দেশটি। রবিবার শিরোপা নির্ধারণী মঞ্চে ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। সেমিফাইনালে মাতেও সিলভেত্তির একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মেসির দেশ। ম্যাচের ৩২তম মিনিটে ফ্রান্স গোলরক্ষক লিসান্দ্রু ওলমেতার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মরক্কো। তবে ৫৯তম মিনিটে মিডফিল্ডার লুকাস মিশেলের গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১–১ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। অতিরিক্ত সময়ের শেষদিকে টাইব্রেকারের প্রস্তুতি হিসেবে কোচ মোহাম্মদ ওয়াহবি বদলি হিসেবে মাঠে নামান এল মেসবাহিকে। মজার ব্যাপার হলো, মেসবাহির পানির বোতলে ছিল ফরাসি খেলোয়াড়দের ছবি ও তাদের সম্ভাব্য পেনাল্টি নেওয়ার দিক...