ব্যর্থ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের কাছে প্রথমবারের মতো ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজ হারের হিসেবে আফগানদের কাছে এটি টানা তৃতীয় সিরিজ হার। যে ওয়ানডে ফরম্যাট নিয়ে গর্ব করত বাংলাদেশ, সেখানে এখন কেবল লজ্জা আর হাহাকার। নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যে আরেকটি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের বিকল্প নেই। পাশাপাশি সিরিজটির গুরুত্ব আরেক জায়গায়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলতে পারবে কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে ১০ নম্বরে। রেটিং পয়েন্ট ৭৪। সরাসরি বিশ্বকাপ খেলতে টাইগারদের থাকতে সেরা নয়ে। সেটি এখনই না। হাতে সময় আছে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে...