রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে শেষ সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চললেও দুপুরের পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। দুপুরের পর ভোটকেন্দ্রে পক্ষপাতিত্বমূলক আচরণ এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের ভিপি প্রার্থীরা। উভয়েই একে অপরের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। আজ দুপুর সোয়া ২টার দিকে রাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক ব্রিফিংয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। জাহিদ বলেন, “ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে বসে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি বলছেন, ‘জামায়াত অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বা বাইরে থেকে লোক ঢোকাচ্ছে,’ অথচ তিনি নিজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ভোটার নন। তিনি গুজব ছড়িয়ে রাকসুর পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।” জাহিদ আরও অভিযোগ করেন, নির্বাচন...