ঢাকা: প্রদীপ ঘোষ ছিলেন বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও খ্যাতনামা বাচিকশিল্পী। তার পিতা চিন্ময় জীবন ঘোষও প্রখ্যাত বাচিক শিল্পী ছিলেন। অসামান্য মন্ত্রিত কণ্ঠস্বরে স্পষ্ট উচ্চারণে নিখুঁত স্বরক্ষেপণের গুণে ষাটের দশকের বাংলা শিল্প ও সংস্কৃতির জগতে কিংবদন্তি আবৃত্তিকার ছিলেন। অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী প্রদীপ তিন বৎসর বয়স থেকেই পিতার কাছে আবৃত্তি শেখেন।প্রদীপ ঘোষ দীর্ঘদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যুগ্ম অধিকর্তা ছিলেন।ছোটবেলা থেকেই বাবার প্রতিভায় বিস্মৃত প্রদীপের আবৃত্তি বিষয়ে প্রবল আগ্রহ জন্মে। বাচিক শিল্প ও আবৃত্তিকে তিনি জনপ্রিয় করে তুলেছেন। কাজী নজরুল ইসলামের পুত্র প্রখ্যাত আবৃত্তিকার কাজী সব্যসাচীর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল। দুজনে এক সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করেছেন। ছয়ের দশকের শেষের দিকে কাজী সব্যসাচী এবং প্রদীপ ঘোষ দুজনে মিলে একই মঞ্চে একই কবিতা ভাগাভাগি করে বলতেন।প্রদীপ ঘোষ তার নিজস্ব...