স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। তাদের জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার ও প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। ইনজুরির কারণে লিটন দাস এবারও দলে নেই। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ রানা খেলেছিলেন একটি করে ম্যাচ। তৃতীয় ওয়ানডেতে নাঈম ২৪ বল খেলে করেন ৭ রান, আর নাহিদ ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। দলে ফেরা সৌম্য সরকার সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এ বছরের ফেব্রুয়ারিতে। ১০ বছরের ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত ৭৬ ওয়ানডেতে ২১৯৮ রান করেছেন। নতুন মুখ মাহিদুল ইসলাম একটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। লিস্ট...