খেলার পাশাপাশি পড়াশোনায় সাফল্য পেয়েছেন অলিম্পিয়ান সাগর ইসলামসহ অন্যরা। বৃহস্পতিবার বের হওয়া এইচএসসির ফলাফলে সাগরসহ অন্যরা পাস করেছেন। উত্তীর্ণ হতে পারেননি নারী ক্রিকেটার মারুফা আক্তার। আর্চার সাগর বিকেএসপি থেকে ৩.০৮ জিপিএ পেয়ে পাস করেছেন। এশিয়া কাপে স্বর্ণজয়ী আরেক আর্চার আব্দুর রহমান আলিফ জিপিএ পেয়েছেন ৩.৮৩। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার মারুফা আক্তারও। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হতে পারেননি তরুণ এই পেসার। শুধু ভূগোলে অকৃতকার্য এসেছে মারুফার ফল। এ নিয়ে স্বাভাবিকভাবে তার মন বিষণ্ন। তবে বিকেএসপির উচ্চ মাধ্যমিক শাখার উপাধ্যক্ষ ড. মো. শামীমুজ্জামান পরীক্ষার খাতা আবার নিরীক্ষার জন্য আবেদন করবেন বলে সংবাদ মাধ্যমকে বলেছেন,...