জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত একটি গবেষণায় দেখা গেছে, অস্ট্রেলিয়ার গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্টগুলো শোষণের চেয়ে বেশি কার্বন নির্গত করার ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। অস্ট্রেলিয়ার রেইনফরেস্টগুলোকে সাধারণত কার্বন সিঙ্ক হিসাবে বিবেচনা করা হয় কারণ তারা নির্গত করার চেয়ে বেশি নির্গমন শোষণ করে। কিন্তু কুইন্সল্যান্ড বন থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চরম তাপমাত্রা বৃদ্ধির ফলে নতুন জন্ম নেয়া গাছের তুলনায় বেশি গাছের মৃত্যু ঘটে। বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত গবেষণার প্রধান লেখক বলেছেন, রেইনফরেস্ট যে কার্বন শোষণ করতে পারে, তার উপর ভিত্তি করে বিশ্বব্যাপী নির্গমন হ্রাস লক্ষ্যমাত্রার উপর এই ফলাফলের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হান্না কার্ল বলেন, “বর্তমান মডেলগুলো জীবাশ্ম জ্বালানি নির্গমনকে ক্ষতিপূরণের সাহায্য করার...