গণহত্যার জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা এবং বিচারের মুখোমুখি হতে বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আগামী দিনে যদি কেউ ষড়যন্ত্র করে বর্তমান সরকারকে পতনের মুখে ঠেলে দিতে চায়, তাহলে সে ষড়যন্ত্রের অগ্রভাগে থাকবে পতিত আওয়ামী লীগ। দলটি এখনও বোঝে না- তারা গণহত্যা করেছে, যেমন শেখ মুজিবও বাংলাদেশে গণহত্যা করেছিলেন। বোধহয় কন্যা তার পিতার সেই পথই অনুসরণ করেছেন। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাফ চান, বিচারের মুখোমুখি হন। যেখানেই লুটপাট ও চুরি করা অর্থ রেখেছেন, তা ফেরত দিন। এরপরই বিবেচনা করা যাবে- আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না। আপনারা যে অপরাধ করেছেন,...