যশোর শিক্ষাবোর্ডের অধীনে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শতভাগ পাশ করেছে মাত্র ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার সকালে যশোর বোর্ডের অধীনে ১০টি জেলার এইচএসসি পরীক্ষার ফল ঘোষণাকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য দিয়েছেন। চলতি বছর যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৫০.২০ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯৯৫ শিক্ষার্থী। গত বারের তুলনায় পাশের হার যেমন কম, তেমনই কমেছে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাও দাঁড়িয়েছে অর্ধেকে। ২০২৪ সালে পাশের হার ছিল ৬৪.২৯ শতাংশ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৯ হাজার ৭৪৯। যশোর বোর্ডের অধীনে ১০ জেলা থেকে ৫৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক লাখ ১২ হাজার ৫৭৪ শিক্ষার্থী ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে মাত্র ৫৬ হাজার ৫০৯ জন। যশোর...