১৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডান-হাতি এই মিডল অর্ডার ব্যাটার ও উইকেটরক্ষককে নিয়েই জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। সদ্যই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া দল থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন মাহিদুল। বাংলাদেশের হয়ে একটি টেস্ট অবশ্য খেলেছেন তিনি; ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টেস্টের প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন মাহিদুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ হাফ-সেঞ্চুরিতে ৩৪২৯ রান করেছেন মাহিদুল। ব্যাটিং গড়- ৪৪.৫৩ ও...