বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদদের অনেকেই বিভিন্ন বোর্ড থেকে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অলিম্পিয়ান আরচ্যার সাগর ইসলাম, এশিয়া কাপে স্বর্ণজয়ী আরচ্যার আব্দুর রহমান আলিফ ও জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিলেন। সাগর ৩.০৮ এবং আলিফ ৩.৮৩ পয়েন্ট পেয়ে পাস করলেও, মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’ বিকেএসপি থেকে এবার ৬ জন জিপিএ...