একটি কেন্দ্রের ভোটার আসার আগেই প্রায় শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করেছেন একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এতে ওই কেন্দ্রের পোলিং এজেন্টদের অভিযোগ ভোটে ‘কারচুপি’ করার জন্যই এ স্বাক্ষর করা হয়েছে। আজ দুপুর ৩টার দিকে শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের ১৫০ গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন সহকারি প্রিজাইডিং অফিসার অধ্যাপক মশিউর রহমান। ভোট কেন্দ্রটিতে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ভোটার আসার আগেই শতাধিক ব্যালট পেপারে স্বাক্ষর করে রেখেছেন। তিনি বলেন, কেন্দ্র ভোটারের ভিড় বেশি থাকায় তিনি আগে থেকে স্বাক্ষর করে রেখেছেন। কোনো কারচুপির সুযোগ নেই। ওই কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট মহিউদ্দিন আহমেদ সীমান্ত বলেন, ‘কেন্দ্রে হঠাৎ আমি দেখতে পাই স্যার তার কাছে গেলেই তিনি পেপার দিয়ে দেন। আমি এগিয়ে গিয়ে দেখি তিনি ভোটার আসার আগেই...