একসময়ের আলোচিত মডেল সানাই মাহবুব এখন মিডিয়া ছেড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আগে তিনি প্রচুর আয় করলেও, তাতে জমাতে পারতেন না। এখন যদিও আয় বেশি নয়, কিন্তু টাকা জমে যাচ্ছে, যা দিয়ে তিনি ঢাকায় জমি বা ফ্ল্যাট কিনতে পারবেন। সানাই বলেন, “বরকত—এই বিষয়টি আমি হাড়ে-হাড়ে টের পেয়েছি মিডিয়া ছেড়ে দেওয়ার পর। তখন মাসে ৬–৭ লাখ টাকা উপার্জন হতো মিউজিক ভিডিও, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে। কিন্তু এক টাকাও জমত না। খরচ এত বেশি হতো যে বাকি কিছু থাকত না।” তিনি আরও বলেন, “হাত খরচ, পার্লার ও জিম মিলিয়ে কোনো মাসে ৫ লাখও খরচ হতো। সব ছেড়ে যখন আমি কসমেটিকস ব্যবসা এবং কর্পোরেট জব শুরু করলাম, প্রথমে আয় কম ছিল, যা স্বাভাবিক। কিন্তু এক থেকে দেড় বছরের মধ্যে আল্লাহর রহমতে আয় বেড়ে গেল।”...