সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল আচরণ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, কিন্তু এবার সেটি ছুঁয়েছিল অন্য মাত্রা—বিশেষত ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের করমর্দন এড়িয়ে চলা নিয়ে। তিনটি ম্যাচেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে জন্ম দেয় ক্রীড়া-আচরণের বড় প্রশ্ন। এরপর নারী বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র।তবে ঠিক সেই সময়, অন্য এক মাঠে—হকিতে—ঘটল এক সম্পূর্ণ বিপরীত দৃশ্য। একই দুই দেশের খেলোয়াড়রা দেখালেন, ক্রীড়াসুলভ মানসিকতা আসলে কেমন হওয়া উচিত।মালয়েশিয়ার জোহরে চলমান সুলতান অব জোহর কাপ, অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। জাতীয় সংগীত শেষে মাঠে নামার আগে দুই দলের তরুণ খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাসিমুখে ‘হাই-ফাইভ’ বিনিময় করেন। সেই মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আগুনের মতো। ক্রিকেট মাঠে...